বৈদ্যুতিক শিল্পের কাঁচামালে শুল্ক কমানোর সুপারিশ

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

দেশীয় বৈদ্যুতিক শিল্পে ব্যবহূত কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ করেছে ইলেকট্রনিকস ও ইলেট্রিক্যাল খাতের উদ্যোক্তারা এ ছাড়া আন্ডার ইনভয়েসিং বন্ধে কঠোর হওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা
গতকাল বুধবার এনবিআর-আয়োজিত চলমান প্রাক বাজেট আলোচনা সভায় এসব দাবি জানানো হয়
এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, ওয়ালটনের সহসভাপতি ইলিয়াস কাঞ্চন, রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ
এনায়েত হোসেন চৌধুরী দেশীয় বৈদ্যুতিক শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহূত প্রধান প্রধান কাঁচামালের শুল্ক কমানোর প্রস্তাব দিয়ে বলেন, অ্যালুমিনিয়াম শিট ফ্যান প্রস্তুতকারী শিল্পের অন্যতম কাঁচামাল এসব কাঁচামালের শুল্ক হার হ্রাস না করায় আমদানি করা ফ্যানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় শিল্পটি তাই অ্যালুমিনিয়াম শিট, মেটাপলি প্রিপলাইন ফ্লিম, অ্যালুমিনিয়াম ক্যানের ওপর বিদ্যমান শুল্ক হার ১২ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ করা উচিত
এনায়েত হোসেন আরও জানান, পণ্যের আমদানি-মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে তা কম মূল্যে বাজারজাত করায় দেশীয় শিল্পের বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে
ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা আমদানি করা বৈদ্যুতিক ল্যাম্প ও লাইট ফিটিংসের ওপর সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা এবং জেনারেটর থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়ার যন্ত্র চেঞ্জ-ওভার সুইচের আমদানি শুল্ক হার ১২ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার জোর দাবি জানান

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য