ইংল্যান্ড ‘বধের’ নায়ক তিনি। হল্যান্ড বধের নায়কও ইমরুল কায়েস। তাঁর হার না মানা ৭৩ রানের ওপর ভর করেই ৫২ বল বাকি থাকতে চট্টগ্রামে আজ হল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছাকাছি চলে গেছে বাংলাদেশ।
হল্যান্ড বধের নায়ক ইমরুল কায়েস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার গ্লানি। সেই গ্লানি মুছে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়। তিন দিন পর হল্যান্ডের বিপক্ষে হেসে-খেলে জয়। এখন চাই আর মাত্র একটি জয়। শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। উত্সবে মেতে ওঠার সুযোগ অবশ্য এর আগেও রয়েছে। আসছে বৃহস্পতিবার চেন্নাইয়ে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। ওই ম্যাচে ইংল্যান্ড হারলেও শেষ আটে উঠে যাবে বাংলাদেশ।
১৬১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই তামিম ইকবালের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কিন্তু হল্যান্ডের আনন্দকে মাটি করে দিতে সময় নেননি ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী। এ দুজনের ৯২ রানের জুটিতে চালকের আসনে বসে বাংলাদেশ। ৩৫ রান করে পিটার বোরেনের শিকারে পরিণত হন জুনায়েদ। শাহরিয়ার নাফীস ফেরেন ব্যক্তিগত ৩৭ রানে।
সকালে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট শিকারের সঙ্গে হল্যান্ডের রানের চাকায় টান। এক পর্যায়ে হল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে, ৪৬.২ ওভারে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মোহাম্মদ সোহরাওয়ার্দী প্রত্যেকে নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
হল্যান্ড ১৬০/১০ (৪৬.২ ওভার)
ডেসকাট ৫৩*, কুপার ২৯, সোয়ারজিনস্কি ২৮
রাজ্জাক ২৯/৩
বাংলাদেশ ১৬৬/৪ (৪১.২ ওভার)
ইমরুল ৭৩*, নাফিস ৩৭, জুনায়েদ ৩৫
কুপার ৩৩/২
ম্যাচ সেরা: ইমরুল কায়েস
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।