বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত কমিটি গঠন!

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ব্যর্থতা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
ঢাকায় এক সংবাদসম্মেলনে তিনি বলেছেন, ক্রিকেটে সমস্যাগুলো চিহ্নিত করার জন্যও তদন্ত কমিটি কাজ করবে।
তবে ক্রিকেট বোর্ড বলছে, খেলায় জয়পরাজয় হতেই পারে; এতে তদন্তের কিছু নেই।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডসহ ৩টি দলের বিরুদ্ধে জিতেছে এবং হেরেছে ৩টি খেলায়। ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এবার হয়নি।
যে খেলায় বাংলাদেশ হেরেছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের স্কোর ছিল ৫৮। আর ৭৮স্কোর ছিল দক্ষিণ আফ্রিকার সাথে খেলায়। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে।

http://www.bbc.co.uk/worldservice/assets/images/2010/01/07/100107135803_bangladesh_india466.jpg

এখন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন, “আমাদের খেলোয়াড়দের এই ব্যর্থতার কারণ খুঁজে বের করার জন্য অবশ্যই আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। আমাদের যেখানে দূর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার জন্য যথাযথ ব্যবস্থা নেব।“
এবার বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক দেশ ছিল বাংলাদেশ।
এই আয়োজনের সাফল্য সর্ম্পকে সোমবার ঢাকায় সংবাদসম্মেলন করেন ক্রীড়া প্রতি মন্ত্রী আহাদ আলী সরকার।
সেখানেই প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়নে সমস্যা চিহ্নিত করে তাতে সমাধান প্রয়োজন।
সে ব্যাপারেও সুপারিশ তৈরি করবে তদন্ত কমিটি।

যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের কথা তুলে ধরেছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মনে করেন, ক্রিকেট নিয়ে বা খেলোয়াড়দের বিষয়ে তদন্তের কিছু নেই।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ বলেন, “এটাতে তদন্তের ব্যাপার নেই। বুঝতে হবে যে, এটা হচ্ছে খেলা। খেলায় কোনদিন পারফরমেন্স ভাল হতে পারে আবার কখনও খারাপ হতে পারে। এবং খেলাটা হচ্ছে ক্রিকেট। ফলাফল ভাল হয়েছে, দু’একটা ম্যাচে একটু খারাপ হয়েছে। পারেফরমেন্স খারাপ কেন হয়েছে, তাতে আমাদের উন্নতি করতে হবে।“
মি. আহমেদ আরও বলেন, ক্রিকেটের মান উন্নয়নে নিজেদের মধ্যে পর্যালোচনা এবং খেলার মধ্য দিয়ে সমস্য চিহ্নিত করা হয় এবং সেভাবেই ব্যবস্থা নিয়ে তারা এগুচ্ছেন।

তিনি বলেন, তদন্ত জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে তখন বোর্ড তাদের বক্তব্য সরকারকে জানাবে।
ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানান, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ফলাফল যা হয়েছে, তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন প্রস্তুত হচ্ছে কয়েকদিন পরই অস্ট্রেলিয়ার সাথে সিরিজের জন্য।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য