
দীপিকা পাড়ুকোন
গানের শিরোনাম ‘দম মারো দম’। সেই গানের দৃশ্য ধারণের আগে খানিক ধূমপানের প্রস্তাব ছিল দীপিকা পাড়ুকোনের কাছে। পরিচালক রোহান সিপ্পি দীপিকাকে বুঝিয়েছিলেন, এতে অভিনয়ে সুবিধা হবে তাঁর। কিন্তু দীপিকা যে চূড়ান্ত ধূমপানবিরোধী! একজন সচেতন মানুষের যেটা করা উচিত, সেটাই করেছেন তিনি। সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছেন ধূমপানের প্রস্তাব! এর কারণটাও সোজা, তিনি একজন অভিনেত্রী। অভিনয়ের মুড আনার জন্য ধূমপানের প্রয়োজন নেই তাঁর। পরে অবশ্য পরিচালক বুঝতে পেরেছেন তাঁর যুক্তি। বুঝতে পেরেই কেউ আর জোর করেননি দীপিকাকে। ওয়েবসাইট।
সংগীততারকা অ্যানিস্টন
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।