পোশাকশিল্পীদের হাতে আজ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

রবিবার, ২০ মার্চ, ২০১১

পোশাকশিল্পীদের হাতে আজ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা গর্ব-এর চূড়ান্ত অনুষ্ঠান। হোটেল সোনারগাঁর সবুজ চত্বর থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বাংলাভিশন। আজকের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আড়াই হাজার দর্শককে। তাঁদের মধ্যে থাকবেন দুই হাজার পোশাককর্মী।



চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন সেরা ১০ জন প্রতিযোগী। এই প্রতিযোগীরা হলেন রোকসানা খাতুন, প্রিয়া দাশ, মেজবাহ উদ্দিন, মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, রাকিবুল হোসেন, শাহীন, পাভেল রহমান, সাগর রায় ও রাজীব।
এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে বাংলাভিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন গর্ব প্রতিযোগিতার উদ্যোক্তা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) প্রধান সমন্বয়ক আতিকুল ইসলাম, বিশেষ সহযোগী আবদুল ওয়াদুদ এবং গানচিলের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ ও সহব্যবস্থাপক তারেক আখন্দ।
সংবাদ সম্মেলনে আসিফ ইকবাল বলেন, গর্বর সেরা তিন পোশাকশিল্পীর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিটিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে গর্বর মূল প্রতিযোগীদের গান ছাড়াও থাকবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গীতি নৃত্যনাট্য ‘সাত রঙে বাধা সুর’, উদ্যোক্তা ও পোশাকশ্রমিকদের গান এবং ইবরার টিপুর গান ‘ও পৃথিবী এবার এসে’। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সাজানো হয়েছে কয়েকটি ভাবনার ওপর ভিত্তি করে। ভাবনাগুলো হলো—ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, আতিথেয়তা, অদম্য বাংলাদেশ, সংহতি।
বিজয়ীদের পুরস্কারের ব্যাপারে আসিফ ইকবাল বলেন, ‘বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের গাড়ি, বাড়ি, বিপুল অঙ্কের টাকা দেওয়া হয়। দেখা গেছে, এর ফলে পরবর্তী সময়ে বেশির ভাগ বিজয়ী সংগীতের সঙ্গে আর জড়িত থাকেন না। তাই আমরা পুরস্কার দেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মুনমুন ও তানিয়া।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য