বাংলালিংক মোবাইল ফোন ব্যাংকিং সেবা বিষয়ে গত সোমবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আবু দোমা এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আবু দোমা এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গত সোমবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিপত্র বিনিময় করেন
চুক্তি স্বাক্ষর ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মির মমিনুল হক, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান আবুল কাশেম খান, এভিপি শাজীদ মো. শফিক ও মেসবাহুল আলম; এবং বাংলালিংকের সিসিও আশের ইয়াকুব খান; বিপণন পরিচালক শিহাব আহমাদ; জনসংযোগ, প্রধান সোলায়মান আলম; ট্রেজারি প্রধান কে এম জাকারিয়া ও এম-কমার্স ম্যানেজার প্রবির দে উপস্থিত ছিলেন।
বাংলালিংক ও ডিবিবিএলের মধ্যকার এই চুক্তির ফলে এত দিন ধরে যেসব মানুষ ব্যাংকিং সুবিধার বাইরে ছিলেন তাঁরাও বাংলালিংক চ্যানেলের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা লাভের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।