অপূর্ব-প্রভার সম্পর্কের অবসান

রবিবার, ২০ মার্চ, ২০১১

বিয়ের পর মাত্র একমাস অপূর্ব-প্রভা একসঙ্গে ছিলেন। তারপর দাম্পত্য কলহের কারণে প্রায় ৫ মাস তারা আলাদা থেকেছেন। এবার তাদের ডিভোর্সের মাধ্যমে অপূর্ব-প্রভার সম্পর্কের অবসান হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে প্রভাদের বাসায় সম্প্রতি দুই পরিবারের সদস্যদের মধ্যস্থতায় তাদের ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয় এবং তাতে উভয়ে স্বাক্ষর করেন। অপূর্বকে দেনমোহর হিসেবে পরিশোধ করতে হয়েছে ১০ লাখ টাকা।

http://alaminbd.files.wordpress.com/2011/02/oporbo-prova1.jpg?w=199&h=300

অপূর্ব ও প্রভার পারিবারিক সূত্র তাদের ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে আলাদাভাবে অপূর্ব ও প্রভার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।। অপূর্বের সঙ্গে যোগাযোগ হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে অস্বীকৃতি জানান। অপূর্ব বলেন, মানসিকভাবে আমি খানিকটা বিপর্যস্ত। এ অবস্থায় আমার পক্ষে কিছু বলা বা মন্তব্য করা সম্ভব নয়। বার বার মোবাইল নম্বর পরিবর্তন করায় প্রভার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয় নি।
গতবছর ১৯ আগস্ট বুধবার গাজীপুরের পুবাইলে চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে গভীর রাতে অভিনেতা অপূর্বর হাত ধরে প্রভা শুটিং স্পট থেকে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে ময়মনসিংহে তারা বিয়ে করেন। অপূর্বর সঙ্গে প্রভার সম্পর্কের ব্যাপারে মিডিয়ায় গুঞ্জন ছিল দীর্ঘদিন। কিন্ত গতবছরই ১৬ এপ্রিল রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তরুণ ব্যবসায়ী রাজিব হাসানের সঙ্গে সাদিয়া জাহান প্রভার জাঁকজমকপূর্ণ বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুঞ্জনের অবসান হয়।

অপূর্বর সঙ্গে প্রভার পালিয়ে গিয়ে বিয়ের পর একের পর এক ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। প্রথম দিকে অপূর্ব-প্রভার দাম্পত্য জীবন বেশ মধুর-ই ছিল।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য