‘ইউনূস বিষয়ে সম্মানজনক সমাধান চায় যুক্তরাষ্ট্র’

রবিবার, ২০ মার্চ, ২০১১

নোবেল বিজয়ী ড। মুহাম্মদ ইউনূসের অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্মানজনক সমাধান আশা করে বলে জানিয়েছেন সফররত মর্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130055186820110319.jpg

শনিবার গুলশান কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক সাংবাদিকদের এ কথা জানান।

ড. ইউনূসের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে সরকার বিষয়টির একটি সম্মানজনক সমাধান করবে। এ ব্যাপারে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনিও এতে একমত পোষণ করেছেন বলে জানান ব্লেক।

গ্রামীণ ব্যাংককে ক্ষুদ্রঋণের একটি ‘গুরুত্বপূর্ণ’ প্রতিষ্ঠান অভিহিত করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এটি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে যার বেশিরভাগই নারী।

এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান নোবেল বিজয়ী ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র মনে করে, ইউনূস একজন নোবেল বিজয়ী সম্মানিত ব্যক্তি। তার অপসারণের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

রবার্ট ব্লেক বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করব।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন ব্লেক। দ্বিপাক্ষিক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের কার্যালয়ে আসেন রবার্ট ব্লেক। এ সময় তারা প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক চারদিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় আসেন।

বাংলাদেশ সফরে রবার্ট ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

পরে তিনি সদ্য প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য