বিজয়ী ক্রিকেটারদের প্লট ও গাড়ি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সোমবার, ১৪ মার্চ, ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যকে গতকাল মঙ্গলবার রাতে গণভবনে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী ২০ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেককে রাজধানীতে একটি করে প্লট ও গাড়ি দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফুলের তোড়া দিয়ে গণভবনে স্বাগত জানান। পরে ক্রিকেটারদের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ক্রিকেট দলের সব সদস্যের জন্য এক্সিম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের দেওয়া প্রতিটি এক লাখ টাকার চেক প্রত্যেকের হাতে তুলে দেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়কের জন্য এক্সিম ব্যাংকের দেওয়া গাড়ির চাবিও হস্তান্তর করেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণের পর ক্রিকেট খেলোয়াড়দের অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী একটি কল্যাণ তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছেন।
ক্রিকেটারদের উদ্দেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয় লাভে সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, ‘এটি একটি বিশাল বিজয় এবং আমাদের খেলোয়াড়রা বুঝতে পেরেছে কঠোর পরিশ্রম ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ক্রীড়াঙ্গনে সাফল্য লাভ করতে পারে।’

http://amaderitaly.com/wp-content/uploads/2010/10/Cricket1-300x222.jpg

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল-হাসান, বিসিবি সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল এমপি বক্তৃতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুকু অনুষ্ঠান পরিচালনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার তানজিব হাসান সা’দ এ সময় উপস্থিত ছিলেন।
ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খেলোয়াড় তৈরি করতে ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতার উন্নয়ন ঘটাতে হবে। তিনি দেশের ক্রীড়াঙ্গনে বেসরকারি খাতকেও সর্বাÍক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য