আটক বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) সংসদে যোগ দেয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সালাহউদ্দিন কাদের চৌধুরী মুক্তি পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ফারহাত কাদের চৌধুরী বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী সংসদে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে।
সংসদে যোগ দেয়া সালাহউদ্দিন কাদেরের সাংবিধানিক অধিকার উল্লেখ করে ফারহাত বলেন, ‘কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো নেয়া হয়নি।’
সালাহউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, দেশে কোনো যুদ্ধাপরাধী নেই। শেখ মুজিব সরকার পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জনকে চূড়ান্তভাবে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেন এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
মুক্তি পরিষদের সভাপতি রহুল আমিন শেলী অভিযোগ করে বলেন, সালাউদ্দিন কাদেরকে মিথ্যা অভিযোগে আটক করে নির্যাতন করা হয়েছে। স্পিকারের পূর্বানুমতিক্রমে একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিধান থাকলেও তার ক্ষেত্রে তা মানা হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে ফারজিন কাদের চৌধুরী, আইনজীবী আহসান হাবিব, তাপস পাঠান ও পারভেজ আহমেদ।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বনানী থেকে গাড়ি পোড়ানোর মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আটক দেখানো হয়।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।