বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন (আইবিএম) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আইবিএম আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয় অঞ্চলের পরিচালক প্রদীপ নায়ার এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এ ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে তথ্যপ্রযুক্তি খাত। সম্প্রতি গার্টনারের দেওয়া প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এটাই প্রমাণ করে।
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া জাতীয় অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে নায়ার বলেন, ‘সব দিক বিবেচনা করে আমরা এ দেশে অনেক বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহী।’ তিনি আরও জানান, আইবিএমের বিভিন্ন সফটওয়্যার যাতে সহজে এ দেশের মানুষ ব্যবহার করতে পারে, এ জন্য তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিনা মূল্যে সফটওয়্যারগুলো ব্যবহারের প্রশিক্ষণ দেবেন। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে সনদপত্রও দেবে আইবিএম।
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইবিএম নিজেদের ব্যবসা বাড়াতে চায় বলে উল্লেখ করেন প্রদীপ নায়ার।
আইবিএম সফটওয়্যারের ব্যবসায় অংশীদার পরিচালক মার্টিন চি বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান গড়ে উঠছে। উদাহরণস্বরূপ তিনি জিপি আইটির কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, আইবিএম সারা বিশ্বের ব্যাংকিং, টেলিযোগাযোগ, ইনস্যুরেন্সসহ প্রায় ৩৫টি খাতে সফটওয়্যার সহায়তার কাজ করে আসছে। সেই অভিজ্ঞতায় বাংলাদেশেও আইবিএম তাদের সেবা খাত বড়াতে ইচ্ছুক।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, আইবিএম-এর দক্ষিণ-পূর্ব অঞ্চলের ব্যবস্থাপক গৌরভ আগরওয়াল।
সংবাদ সম্মেলনের আগে আইবিএমএর কর্মকর্তারা বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। —মোছাব্বের হোসেন
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।