আজ থেকে ঢাকায় ডিজিটাল মেলা শুরু

বুধবার, ৯ মার্চ, ২০১১

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো ২০১১ বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর আয়োজক আজ বেলা তিনটায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে পাঁচ দিনের এই মেলা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আয়োজকেরা জানান, এবারের ডিজিটাল মেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী প্রয়োগ ও ব্যবহার নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে ১০ মার্চ একই দিনে বেলা তিনটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যতের ডিজিটাল ডিভাইস’ শিরোনামে একটি সেমিনার বয়সভিত্তিক তিনটি গ্রুপে স্কুলের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১১ মার্চ বেলা তিনটায়
১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ নীতিবিধানের প্রতিফলন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এই সেমিনারের আয়োজন করছে সেন্টার ফর আইসিটি পলিসি রিসোর্স একই দিন বিকেলে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও আমাদের করণীয়’ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে মেলার আহ্বায়ক মজিবুর রহমান স্বপন প্রথম আলোকে জানান, এবারের মেলায় বড় পর্দায় ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা থাকবে এ ছাড়া কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে
এ ছাড়া শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রকল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে
এবারের মেলায় দেশি-বিদেশি ৬৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে মেলাতে প্রতিদিনই অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি পণ্যের বিভিন্ন প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা
মেলার প্রবেশমূল্য ২০ টাকা তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে


সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য