# ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে অবশ্যি মোবাইল অপেরা মিনি লাগবে।
ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে ছোট একটা ট্রিক আছে তা হল : মোবাইল অপেরা মিনি সফটওয়্যার টা অপেন করে slipperz1 টা সিলেক্ত করে মোডিফাই ট্রিক (Modify Trick) এর জায়গায়
"http://202।56।4।225।server4।operamini.com:80" এটা দিতে হবে, এই কাজ শেষ।
অথবা
"http://202.56.4.225.server4.operamini.com" এটা দিতে হবে, তারপর আপনার কাজ শেষ।শুরু করে দিন ফ্রী ইন্টারনেট ব্রাউজ। এই সফটওয়্যার টা দিয়ে শুধু মাএ গ্রামীনফোন গ্রাহক রা ফ্রী ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। কিন্ত কোন ফাইল ডাউনলোড দিলে টাকা যাবে , কারন আপনি এই অপেরা দিয়ে ডাউনলোড করতে চাইলে তা আপনার মোবাইল এর মেইন ব্রাউজার এ নিয়ে যাবে। তাই সুধু মাএ ব্রাউজ করার জন্য এই সফটওয়্যার টা ব্যবহার করবেন। এই সফটওয়্যার টা সকল জাভা সমর্থিত মোবাইল এ সাপোর্ট করে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।