অসামাজিক কার্যকলাপ বন্ধে শামীম ওসমানের হুঁশিয়ারি

বুধবার, ১৬ মার্চ, ২০১১

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শহরের নারায়ণগঞ্জ কলেজের আশপাশে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। ফলে কলুষিত হচ্ছে পরিবেশ।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/129732110820110210.jpg
আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান

তিনি বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদের লাগবে না, ছাত্রীদের সঙ্গে নিয়েই এসব হোটেল ভেঙে দেয়া হবে। এ সময় শামীম ওসমান নারায়ণগঞ্জকে পরিকল্পিত স্বপ্নের শহর হিসেব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে সকলের সমর্থন কামনা করেন।

মঙ্গলবার দুপুরে শহরের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হাসনাত মো. শহীদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, গভর্নিং বডির সদস্য মহিবুল ইসলাম মন্টু, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপিকা রাশিদা আক্তার প্রমুখ।

2 আপনার মতামত:

নামহীন বলেছেন...

দেশের প্রায় সব আবাসিক হোটেলে অসামাজিক কাজ করা হয়। যার কারনে আমাদের তরুন সমাজ এই সব অসামাজিক কাজের দিকে ধাবিত হচ্ছে। তাই ওপেন মিডিয়া লাইন এর মাধ্যমে যথাযথ কতৃপক্ষকে এই ব্যাপারে ব্যাবস্থা নেয়ার জন্য অনুরোদ করছি।

নামহীন বলেছেন...

উপরের নামহীন ভাইয়ের সাথে আমিও একমত। আমিও ওপেন মিডিয়া লাইন এর মাধ্যমে যথাযথ কতৃপক্ষকে এই ব্যাপারে ব্যাবস্থা নেয়ার জন্য অনুরোদ করব।

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য