আবারো বাড়তে শুরু করেছে চালের দাম। গত দু'দিনে পাইকারি বাজারে প্রত্যেক প্রকার চালে মণ প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, চালের সরবরাহ কমিয়ে দিয়েছে মিলাররা। তাই গত সপ্তাহের প্রথমদিকে চালের দাম কিছুটা কম থাকলেও শেষের দিকে বেড়েছে। এছাড়া বেড়েছে সবজির দাম। সবজির ভরা মৌসুমেও স্বল্পমূল্যের সবজির স্বাদ নিতে পারেনি ভোক্তারা। শীতকালীন সবজি সরবরাহ কমে যাওয়ায় চড়া দামেই বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। সরকারের বেঁধে দেয়া দামের কোনো পাত্তা নেই তেল কোম্পানিগুলোর কাছে। সর্বশেষ গত ২২ ডিসেম্বর খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা ও পাম সুপার ৮৬ টাকা নির্ধারণ করা হয় এবং বৃহত্তর চট্টগ্রামে সয়াবিন তেল ৮৮ ও পামতেল ৮৫ টাকা নির্ধারণ করা হয়। বোতলজাত তেলের ক্ষেত্রে কোম্পানিগুলো ১৫ শতাংশ দাম বাড়াতে পারবে। কিন্তু সে দামে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার সয়াবিন ১১৫-১১৭ টাকা, ৫ লিটার বোতল ৫৭৫ টাকা, পাম প্রতি লিটার ১০৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে চিনির দাম কিছুটা কমলেও ডাল, আটাসহ অন্যান্য জিনিসপত্র আগের দামেই বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি ৫৮ থেকে ৬০ টাকা, আটা ৩৪ টাকা, ময়দা ৪২ টাকা, ২ কেজির প্যাকেট ৭০-৭২ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবারের বাজার দর: চাল-মিনিকেট পাইকারি ৫১ টাকা, খুচরা ৫২-৫৩ টাকা, পাড়ি পাইকারি ৩৯-৩৯.৫০ টাকা, খুচরা ৪১-৪২ টাকা, বি আর (২৮) পাইকারি ৪৪-৪৬ টাকা, খুচরা ৪৭-৪৮ টাকা, নাজির পাইকারি ৪৪-৪৬ টাকা, খুচরা ৪৭-৪৮ টাকা, গুটি স্বর্ণা পাইকারি ৩৫ টাকা, খুচরা ৩৬-৩৭ টাকা, লাল স্বর্ণা পাইকারি ৩৭ টাকা, খুচরা ৩৮ টাকা, হাসকি পাইকারি ৩৫ টাকা খুচরা ৩৬-৩৭ টাকা, লতা পাইকারি ৪২ টাকা, খুচরা ৪৩-৪৪ টাকা, পোলাও চাল পাইকারি ৬০-৬৫ টাকা, খুচরা ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আটা ৩৪ থেকে ৩৫ টাকা, প্যাকেট ২ কেজি ৭০-৭২ টাকা, ময়দা ৪২-৪৪ টাকা, ২ কেজি প্যাকেট ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল দেশি ১০৫ টাকা, ক্যাঙ্গারু ১১০-১১৫ টাকা, মোটা দানা ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার মধ্যে দেশি আদা প্রতি কেজি ৯৫-১০০ টাকা, (চায়না) ৬০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন নতুন ৭০-৭৫ টাকা, আমদানি রসুন ১৪০-১৫০ টাকা, পেঁয়াজ ২২ থেকে ২৪ টাকা, শুকনা মরিচ ২০০-২৩০ টাকা, হলুদ ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি গত সপ্তাহের তুলনায় বেগুন, মুলা, টমেটো, আলু, শিম, ঢেঁড়স, ও করলার দাম বেড়েছে। প্রতি কেজি করোল্লা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা এবং ঢেঁড়স ৪০-৪৫ টাকায়। শিম ৪০-৪৫ টাকা, মুলা ১৫-১৮ টাকা, গোল বেগুন ৩০-৩৫ টাকা, ধুনদুল ৩৫ টাকা, পটল ৪৫-৫০ টাকা, গাজর ২০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, পাতাকপি ১৫-২০ টাকা, আলু ১০ টাকা, মরিচ ৪০ টাকা, টমেটো ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২৫ টাকা, দেশি মুরগি ২৮০-৩০০ টাকা, গরু মাংস প্রতি কেজি ২৬০-২৭০ টাকা, খাসি ৪০০-৪৫০ টাকা। ইলিশ প্রতি কেজি ৬শ থেকে ৬শ ৫০ টাকা, রুই প্রতি কেজি ১৯০-২২০ টাকায় বিক্রি হয়েছে। সূত্র: শীর্ষ নিউজ।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
চালের দাম আবারো বাড়ছে!
শনিবার, ২৬ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় অর্থ ও বাণিজ্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।