ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ফিলিপাইনে ঘরে ফেরা শুরু

রবিবার, ১৩ মার্চ, ২০১১

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামি আঘাত হানার পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সুনামিতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নৌকা।
চিলির উপকূলবর্তী অঞ্চল ও ইস্টার আইল্যান্ডে সুনামির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফিলিপাইনে সুনামি সতর্কতার কারণে নিরাপদ স্থানে সরে যাওয়া প্রায় সোয়া দুই লাখ মানুষ গতকাল শনিবার ঘরে ফেরা শুরু করেছে।

সুনামির আঘাতে লন্ডভন্ড জাপানের মিনামিসোমার একটি এলাকা
সুনামির আঘাতে লন্ডভন্ড জাপানের মিনামিসোমার একটি এলাকা

জাপানের উত্তর-পূর্ব উপকূলে গত শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামির ৩৩ ফুট উচ্চতার ঢেউয়ে তছনছ হয়ে যায় জাপানের উপকূল। সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, প্রশান্ত মহাসাগরীয় উপকূল, দক্ষিণ আমেরিকা ও রাশিয়ার কুড়িল দ্বীপসহ বিভিন্ন অঞ্চলে।
সুনামি আঘাত হানার পর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন জরুরি অবস্থা ঘোষণা করেন। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ডেল নর্টে, হামবোর্ট, সান মাটেও ও সান্তা ক্রুজ কাউন্টিতে এখনো জলোচ্ছ্বাস আঘাত হানার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া উপকূলীয় এই চারটি কাউন্টি পরিষ্কারের জন্য তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন গভর্নর ব্রাউন।
সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিসেন্ট সিটি। সানফ্রান্সিকো থেকে ৫৬০ কিলোমিটার উত্তরের এই শহরে ৩৫টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়। সুনামি আঘাত হানার আগে ওই অঞ্চল থেকে সাত হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, সান্তা ক্রুজ কাউন্টির ম্যারিনায় ছয়টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ে বেশ কিছু নৌকা পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। সান্তা ক্রুজ বন্দরের পরিচালক লিসা ইকারস জানান, সুনামিতে এক কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, উপকূলের কাছাকাছি গিয়ে সুনামির ছবি তোলার সময় এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী রদ্রিগো হিনজপেটার বলেন, ‘চিলি ও ইস্টার আইল্যান্ডে প্রথমে সাত ফুট উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়। পরে তা বাড়িয়ে ১০ ফুট উচ্চতার সতর্কতা জারি করা হয়।’ তিনি বলেন, সুনামির আশঙ্কায় আমরা উপকূলবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছি। শিগগিরই তা শেষ হবে।
ফিলিপাইনের কর্মকর্তারা জানান, সুনামির আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়া প্রায় সোয়া দুই লাখ মানুষ গতকাল ঘরে ফিরতে শুরু করেছে। ন্যাশনাল ডিজ্যাস্টার রিস্ক রিডাকসন ম্যানেজমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক বেনিতো রামোস বলেন, অস্থায়ী আশ্রয়ে এক দিন অবস্থানের পর লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। এর আগে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, দুই লাখ ২৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এএফপি, রয়টার্স।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য