দেশের গণমাধ্যমের জন্য একটি সম্প্রচার নীতিমালা করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ জন্য কাজ চলছে। আজ সোমবার জাতীয় সংসদে আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
বেসরকারি টেলিভিশন-সম্পর্কিত বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালন নীতি-১৯৯৮ নামে একটি নীতিমালা রয়েছে। এ নীতিমালাটি আধুনিক ও যুগোপযোগী করার বিষয়টি প্রক্রিয়াধীন।
জাহিদ মালেকের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর আলোকে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র ইংরেজি ও বাংলা ভাষায় নির্মাণ করা হয়েছে, যা বাংলাদেশ টেলিভিশনসহ সব টিভি চ্যানেলে নিয়মিত প্রচারিত হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও অবদানকে তুলে ধরার জন্য ছোটদের উপযোগী করে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এর বাইরে বঙ্গবন্ধুর জীবনীর আলোকে চিত্রনাট্য বা চলচ্চিত্র নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।
শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে দুই হাজার ২৯১ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
গণমাধ্যমের জন্য নীতিমালা করার পরিকল্পনা রয়েছে: তথ্যমন্ত্রী
সোমবার, ১৪ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।