এক দিন পর আবার ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সোমবার, ১৪ মার্চ, ২০১১

গতকালের দরপতনের পর আজ সোমবার পুঁজিবাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে দেশের। দুই স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে আর্থিক লেনদেন কিছুটা কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের অনিশ্চয়তার একটি সংবাদ গতকাল বাজারে বিরূপ প্রভাব ফেলে। ফলে গতকাল দরপতন হয়। ওই ফান্ড গঠনে অনিশ্চয়তা নেই—আইসিবির এমডির এমন দাবির খবর আজ সোমবার আবার বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করে। যার প্রভাবে আজ বাজার ঊর্ধ্বমুখী হয়।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে সাড়ে ১১টার দিকে সূচক ৭১ পয়েন্ট কমে যায়। এর পর থেকে সূচক আবার বাড়তে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ২৭৮.৪৬ পয়েন্ট বেড়ে ৬৪৫৭.৯৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম।
আজ ডিএসইতে এক হাজার ৫৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়, যা গতকালের চেয়ে ২০৭ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে এক হাজার ২৬৬ কোটি টাকার লেনদেন হয়।
আজ বাজার ঊর্ধ্বমুখী থাকায় ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক, বিমা, জ্বালানি, মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, বস্ত্রসহ সব খাতেরই দাম বাড়ে।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সিমকো, বেক্সটেক্স, আফতাব অটোমোবাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং, পূবালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ব্যাংক, শাইনপুকুর সিরামিক ও গ্রামীণফোন।
আজ সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ডাইংয়ের শেয়ারের দাম। এ ছাড়া অ্যাকটিভ ফাইন, ফেডারেল ইনস্যুরেন্স, কেয়া ডিটারজেন্ট, সিএমসি কামাল, কাশেম ড্রাইসেল, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, আরএন স্পিনিং, মালেক স্পিনিং ও বিডি ফিন্যান্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে ওয়ান ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া উত্তরা ব্যাংক, রহিম টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, শমরিতা হসপিটাল, রেকিট বেনকিজার, উসমানিয়া গ্লাস, প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও জিলবাংলা সুগার দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে দুই লাখ ৮৯ হাজার ৩৫১ কোটি টাকা।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৯৩.১৯ পয়েন্ট বেড়ে ১৮,১৯০.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৩টির এবং কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য