ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ”ক্ষমা করো আমায়” নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব প্রভা জুটি। নাটকটি আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলার জামান, ডা: এজাজ, মৌনতা, নুপুর, রীনা রহমান।
আমরা কতটা ক্ষমাশীল এবং আমাদের হৃদয় ও বিবেক না থাকলে যে আমাদের কি রকম দশা হয় তারই একটি বর্ননা ফুটে উঠেছে নাটকটিতে। একদিন হঠাৎ করেই প্রভাদের বাড়ির বুয়া হারিয়ে যায়।
বুয়ার অনুপুস্থিতিতে বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে যায়। ফাস্টফুড, কন্টিনেন্টাল থেকে খাবার আসে। ফাস্টফুডের খাবার খেলে কি হয় তা বলতে গিয়ে প্রভার শত্র“ বনে যায় অপুর্ব। সেই শত্র“তা মিষ্টতা এবং পরিশেষে প্রেমে রুপ নেয়। এক পর্যায়ে তারা বিয়ের পিড়িতে বসে!
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।