পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগে এলেন পিটার বোরেন। জানিয়ে গেলেন নিজেদের স্বপ্নভঙ্গের বেদনার কথা। হল্যান্ডের অধিনায়কের পরই এলেন সাকিব আল হাসান। তিনি শুনিয়ে গেলেন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের কথা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার গ্লানি। ওই হারে বাংলাদেশের শেষ দেখে ফেলেছিলেন অনেকে! তবে ইংল্যান্ড আর হল্যান্ডের বিপক্ষে জয়ের পর উঁকি দিচ্ছে কোয়ার্টার ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার জয় এনে দিলে তো কথাই নেই—বৃহস্পতিবার ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান
সাকিব আল হাসান অবশ্য দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়েই ভাবছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে চাই আমরা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ম্যাচটির দিকে অবশ্যই দৃষ্টি থাকবে। তবে ওটা আমাদের হাতে নেই বলে নিজেদের ম্যাচ নিয়েই ভাবছি আমরা।’
দীর্ঘদিন পর মাঠে নামার সুযোগ পেয়েছিলেন শাহরিয়ার নাফীস। নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। খেলেছেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। অধিনায়ক সাকিবের মতো নাফীসের দৃষ্টিও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকেই, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানোর অপেক্ষা আছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটা আমাদের হাতে নেই।’
হল্যান্ডের বিপক্ষে জয়ের পেছনে বেশি অবদান ব্যাটসম্যান নাকি বোলারদের? এ প্রশ্নে অধিনায়ক সাকিব এগিয়ে রাখছেন বোলারদেরই, ‘ম্যাচটা জয়ের কোনো বিকল্প ছিল না। ছেলেরা দারুণ খেলেছে, প্রতি মুহূর্তে হল্যান্ডকে চাপে রেখেছে। ফাস্ট বোলাররা স্পিনারদের দারুণ সহায়তা করেছে। আবদুর রাজ্জাক আমাদের অন্যতম প্রধান হাতিয়ার। ও সব সময়ই আমাদেরকে খেলায় রাখে।’
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।