শেষ বারের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত ‘বিস্ফোরক দ্রব্য মামলা’র অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন।
গতকাল সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান অধিকতর তদন্তের সময় চেয়ে আদালতে আবেদন করেন।
এর আগে গত ১ মার্চ মামলার তদন্তে ধীরগতিতে তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করেছিলেন বিচারক।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জন নির্মমভাবে নিহত হন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।