সামরিক আদালতে লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচার অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘ওই বিচারের জন্য সামরিক আদালত গঠন ও বিচার কার্যক্রম অবৈধ। এ বিচার বাতিল করা হলো।’
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার বেলা একটা থেকে একটা ২৭ মিনিট পর্যন্ত রায় দেন।
মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজসহ অন্যদের বক্তব্য তুলে ধরে আদালত বলেন, তাহের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।
এর আগে সকালে শুনানিতে অ্যামিকাস কিউরি আক্তার ইমাম ও আবদুল মতিন খসরু, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং রিট আবেদনকারীর পক্ষে শাহদীন মালিক শুনানিতে অংশ নেন।
অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিয়েছেন আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, এম জহির, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেসবাউদ্দিন, জেড আই খান পান্না ও এম আই ফারুকী। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ ১৪ মার্চ, এর আগে তত্কালীন (বিচার চলাকালীন) ঢাকার জেলা প্রশাসক এম এম শওকত আলী, বর্তমান জেলা প্রশাসক মো. মহিবুল হক আদালতে বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে লিখিত বক্তব্য পাঠান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু। তাহেরের সঙ্গে গোপন বিচারে সহ-অভিযুক্ত কয়েকজনও আদালতে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। কর্নেল তাহেরের এই গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ ছাড়া ওই সময় গোপন বিচারের মুখোমুখি অন্য পাঁচ ব্যক্তির করা তিনটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।