আওয়ামী লীগ কখনোই কোরআন পরিপন্থী আইন করবে না: প্রধানমন্ত্রী

বুধবার, ২৩ মার্চ, ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই পবিত্র কোরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করেনি, ভবিষ্যতেও করবে না। যারা এ ব্যাপারে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তিনি তাদের বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়ন নীতিমালায় কোথাও ইসলামের পরিপন্থী কোনো কথা নেই।
সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী নারী উন্নয়ন নীতিমালা ভালোভাবে পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভালোভাবে পড়ে আপনারা বলুন কোথায় কোরআন-সুন্নাহর পরিপন্থী কথা আছে।’ মা-বাবার সম্পত্তি তাঁদের স্ত্রী-কন্যারা যাতে পেতে পারেন, তিনি সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।
আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেওয়া গ্যাস, বিদ্যুত্, স্বাস্থ্য, শিক্ষাসহ মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন। বাসস।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য