সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির ২৫ নাবিকসহ ২৬ জন ওমান থেকে চট্টগ্রামে পৌঁছেছেন।
সোমবার বিকাল তিনটা ২৮ মিনিটে তাদের নিয়ে ওমান এয়ালাইন্সের উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মুক্ত নাবিকদের স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ নাবিকদের স্বজনেরা উপস্থিত আছেন।

আগামীকাল মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় একদিন আগেই আজ সোমবার জাহান মণির নাবিকেরা দেশে ফিরল।
গত ১৪ মার্চ সোমালীয় জলদস্যুদের কবল থেকে ১০৫ দিন পর জাহাজটির ২৫ নাবিকসহ ২৬জন মুক্তি পাওয়ার পর ওইদিনই ওমানের উদ্দেশে যাত্রা শুরু করে শনিবার সকালে সালালাহ বন্দরে পৌঁছে।
ওমানে দুই দফায় মুক্তি পাওয়া নাবিকদের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া ওমানে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে রবিবার মধ্যাহ্ন ভোজে অংশ নেন সব নাবিক। দুদিন বিশ্রামের পর আজ সোমবার দেশে এলেন তারা।
তবে পণ্য পৌঁছে দিতে গ্রিস যেতে হবে বলে এখনই আলোচিত জাহাজ ‘এমভি জাহান মণি’ দেশে আসছে না।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর ‘এমভি জাহান মণি’ সিঙ্গাপুর থেকে সুয়েজ খালের ভিতর দিয়ে গ্রিস যাচ্ছিল। ওই সময় ভারতের কোচিন বন্দর ও লাক্ষ্মাদ্বীপের মাঝামাঝি আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। সেখান থেকে এটি সোমালিয়া নিয়ে যাওয়া হয়।
পরে জাহাজ ও ২৫ নাবিকসহ ২৬ জনকে আটকে রেখে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।
এরপর জাহাজের মালিকপক্ষ আর জলদস্যুদের মধ্যকার নানা দেন-দরবার শেষে গত ১৪ মার্চ মুক্তি পান জাহান মণি ও তার ২৫ নাবিকসহ ২৬ জন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।