ঢাকা, ১৫ মার্চ (আরটিএনএন ডটনেট)-- ‘ভাড়া করা বিদেশি সাংবাদিক এনে মিথ্যাচারের মাধ্যমে শহীদ জিয়ার ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘২৫ মার্চ পাক বাহিনীর বিরুদ্ধে ৮ম বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এমকে আনোয়ার বলেন, কর্নেল তাহেরের বিচার হয়েছিল সামরিক আইনে। সেখানে কোনও সাংবাদিকের প্রবেশের সুযোগ ছিল না। তাহলে মার্কিন সাংবাদিক লিফশুলজ কিভাবে জানলেন কর্নেল তাহের হত্যায় জিয়াউর রহমান জড়িত।
তিনি বলেন, লিফশুলজ মেজর মঞ্জুরের রেফারেন্সে যে কথাগুলো বলছেন জিয়া হত্যার সঙ্গে সেই মঞ্জুর জড়িত ছিলেন।
এমকে আনোয়ার বলেন, মহান মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশের মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়েছিল। একদল স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানে পালিয়ে যায়। আরেকটি দল নিজেদের বাচানোর জন্য কলকাতায় আশ্রয় নেয়। সর্বশেষ দলটি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর এ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের অবদানকে খাটো করার অপচেষ্টা চলছে।
স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহজাহান মিয়া সম্রাট, রফিক শিকদার, অপর্ণা রায় দাশসহ অন্যরা।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।