বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাত হাজার ২০৬ জন শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়মিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
চাকরি নিয়মিত করার দাবিতে গতকাল সড়ক ভবনের সামনে সওজ কর্মীদের অবস্থান কর্মসূচি
গতকাল রোববার সড়ক ভবনের সামনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচিতে সওজের প্রায় আট হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন।
নেতারা বলেন, এই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ২৫-৩০ বছর ধরে চাকরি করে অবসর গ্রহণ করলেও কোনো পেনশন সুবিধা পাচ্ছেন না।
সংগঠনটির সভাপতি গোলাম কিবরিয়া দুলাল ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোন্দকারসহ অন্যান্য কর্মচারী এতে বক্তৃতা করেন। এ সময় সওজ কার্যালয়ের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।