নারীশ্রমিককে ধর্ষণের পর হত্যা লাশ উদ্ধার

সোমবার, ১৪ মার্চ, ২০১১

পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের বিষয়খালী গ্রামের নারীশ্রমিক রেনুকার (৪০) ক্ষত-বিক্ষত লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। বিষয়খালী পশ্চিমপাড়া গ্রামের আবদুল আজিজের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। রেনুকা ওই গ্রামের আরব আলীর স্ত্রী।
স্বামী আরব আলী জানান, তাঁর স্ত্রী শহরের হামদহ এলাকার আবদুল মালেকের ডাল মিলে শ্রমিকের কাজ করতেন। তিনি নিজে ব্যবসা করেন। মঙ্গলবার সকালে স্ত্রী রেনুকা কর্মস্থলে চলে যান। এরপর তিনি আর বাড়িতে আসেননি।
ঝিনাইদহ সদর থানার এস আই মিরাজ হোসেন জানান, গতকাল সকালে বাঁশবাগান থেকে গন্ধ বের হচ্ছিল। প্রতিবেশীরা সেখানে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। তিনি হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না বলে জানান। মৃতের পরনের শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য