কর্নেল তাহেরের মৃত্যুর জন্য ইনু দায়ী: গয়েশ্বর

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেনে, কর্নেল তাহেরের মৃত্যুর জন্য জিয়াউর রহমান নয়, বরং হাসানুল হক ইনুই দায়ী। তাহেরের মৃত্যুর জন ইনুর ফাঁসি দাবি করেছেন তিনি।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/128081301220100803.jpg

বুধবার বিকালে আইডিইবি ভবনে জিয়া পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এ দাবি জানান।

তিনি অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানকে খুনি হিসেবে চিহ্নিত করে গোটা জাতির মানহানি করা হয়েছে। এজন্য নিকট ভবিষ্যতে এর সঙ্গে জড়িতদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নিতে চায় না তারাই প্রকৃত যুদ্ধাপরাধী। তাদেরও বিচার হতে হবে।

আদালত একটি মীমাংসিত বিষয় নিয়ে নাটক করছে মন্তব্য করে তিনি বলেন, ইনু জিয়াউর রহমানকে বিপ্লবী সরকার গঠনের আহবান জানিয়ে ব্যর্থ হন। পরে কর্নেল তাহেরকে একই প্রলোভন দিয়ে বিপদগামী করেন। আর যেহেতু তখন সামরিক শাসন জারি ছিল তাই সামরিক আদালতেই তাহেরের বিচার হয়েছে।

আদালতের ঘাঁড়ে বন্দুক রেখে আওয়ামী লীগ জিয়াউর রহমান ও তার পরিবারের চরিত্র হননের চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা সামরিক শাসনের মতো আদালতের শাসন চাই না। আমরা সংসদীয় শাসন চাই। আদালতকে নিজ দায়িত্বের বাইরে গিয়ে কোনো কাজ না করারও পরামর্শ দেন গয়েশ্বর।

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যে সকল মন্তব্য করা হচ্ছে তা মূলত বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র। আমরা এসব বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছে। কিন্তু বিএনপির কারণে তারা সরাসরি বাকশাল কায়েম করতে পারছে না বলেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসেন উপদেষ্টা শাসসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অধ্যাপক এম সলিমুল্লাহ খান প্রমুখ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য