দিন বদলের বিশাল প্রত্যাশায় মহাজোট গঠন করেছিলামঃ এরশাদ

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আমরা দিন বদলের বিশাল প্রত্যাশা নিয়ে মহাজোট গঠন করেছিলাম। আশা করি দিন বদল হবে । কি পেলাম না পেলাম সেটা বড় কথা নয়। অন্ধকার থেকে দেশকে আলোর পথে ফিরিয়ে আনতে মহাজোটের ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বুর্বন্ডী এলাকায় রমজান আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হিসেবে এ কথা বলেন ।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130088349920110323.jpg

তিনি আরো বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই তাই কারিগরি শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। একটি জনপদের সার্বিক উন্নয়ন নির্ভর করে সেই এলাকার মানুষের শিক্ষা ও সচেতনতার উপর। একটি প্রতিষ্ঠান গড়ার মধ্যে দিয়ে সেই এলাকার অনগ্রসর জনগোষ্ঠি শিক্ষার আলোয় আলোকিত হবে। ওই সব আলোকিত মানুষেরা এলাকার ভবিষ্যত উন্নয়নের দায়িত্ব নিবে। টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বাস্তবায়ন হচ্ছে মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এসএম আব্দুল মান্নান, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল,জেলা জাপার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন তুষার। স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

এরশাদ তার বক্তব্যে একটি প্রত্যন্ত এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই,আশা করি এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ সফল হবে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য