শুকনো মৌসুমে রাজধানীতে পানির চাহিদা দাঁড়ায় দৈনিক ২২০ কোটি লিটারে। এর মধ্যে ঢাকা ওয়াসা ৯৫ শতাংশের বেশি চাহিদা মেটাতে সক্ষম।
গতকাল সোমবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও বাস্তবায়নাধীন ফেজ-২ প্রকল্প পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রমুখ।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পানি ব্যবহারে রাজধানীবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বর্তমানে পানি সরবরাহব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক না হলেও বিগত জোট সরকারের আমলের মতো হাহাকার নেই। ওয়াসা মানসম্মত ও সুপেয় পানি সরবরাহের চেষ্টা করছে। সায়েদাবাদ ফেজ-২ প্রকল্প সম্পন্ন হলে ওয়াসার পানি দুর্গন্ধমুক্ত ও পানির চাহিদা মেটানো সম্ভব হবে। বিজ্ঞপ্তি।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীঃ পানির অবস্থা সন্তোষজনক নয় তবে হাহাকার নেই
মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।