এক দিন সূচক বাড়ার পর পুঁজিবাজারে আজ মঙ্গলবার আবার সূচক বেশ কিছুটা কমেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে শেয়ারের দামের সঙ্গে কমেছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর চলেছে সূচকের ওঠানামা। শুরুতেই সূচক বাড়লেও পরে আবার কমে যায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র দেখা গেছে।
ডিএসইতে আজ সাধারণ সূচক ১৩৯.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৩১৮ পয়েন্টে। আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১,১৫০ কোটি টাকার, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা কম।
চট্টগ্রামের হাসান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আজকে বাজারে লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে বিনিয়োগকারীরা সুষ্ঠু দিকনির্দেশনার অভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। পাঁচ হাজার কোটি টাকার ফান্ডটি কখন আসবে, এটা স্পষ্ট করে জানানো হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবেন।’
আজ ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক দ্রুত বাড়তে থাকে। তবে লেনদেনের ২০ মিনিটের পর থেকে সূচক আবার কমতে থাকে। তবে আধঘণ্টার পর আবার সূচক বাড়তে থাকে। এভাবে দিনভর সূচক ওঠানামা করে। তবে দিন শেষে সূচক কমে যায়।
সিএসইতে আজ সূচক ৩৬৮.৩২ পয়েন্ট কমে ১৫,৬৭৭.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬০টির এবং কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকার।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।