ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার ডিজিটাল বাংলাদেশ-লক্ষ ও অর্জন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) বশীর আহমেদ, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক খান, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ সরদার মুহাম্মদ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল হক প্রমুখ আলোচনায় অংশ নেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল। সঞ্চালক ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। কর্মশালায় জানানো হয় www.dcfaridpur.gov.bd ও www.unoboalmari.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।