গত কয়দিন ধরে "প্রভা কাহানী"আমদের গলি আর চায়ের দোকান থেকে ব্লগিয় জীবন তোলাপার করে যাচ্ছে।আমদের বিবেক ও মস্তিস্কে প্রশ্ন ঘুরছে কে চরিত্রহীন রাজীব অপূর্ব নাকি প্রভা।তাদের ব্যক্তিগত জীবন চরিতের নীল পাতা গুলো খুজে বের করতে এবং তা গোগ্রসে গিলতে আমরা কাতলা মাছের মত হা করে আছি।কারন আমরা "বিবেকবান মানুষ" আমরা ব্লগ লেখি।আমরা যদি চটি কাহানী গুলি খুজে বের না করি কিংবা ভিডিও গুলো না দেখি তাহলে আমরা জাতির সামনে তাদের চরিত্র মেল ধরব কিভাবে ,ধিক্কার জানাবো কিভাবে নিজের বিবেক কে কি জবাব দেবো?

ব্লগে কয়দিন এই সংক্রান্ত পোস্ট গুলো দেখে জা মনে হলো ,যারা এই পোস্ট গুলো লিখেছেন তারা সবাই এখন পর্যন্ত প্রকাশিত সকল ভিডিও গুলো দিয়ে আয়েশ করেছেন এবং তার খুবি conscious নতুন কোন ভিডিও বের হলো কিনা সেই বিষয়ে তারা যথাযথ ভাবে আপডেট থাকছেন।একজন ব্লগারের পোস্টে তার অফিসের এক সহকর্মী প্রশ্ন করেছেন "এই মাইয়া কি খালি এগুলান কৈরাই বেরাইতো তাইলে নাটক ফাটক করতো কখন"।(বি:দ্র:ঐ পোস্টের মালিক জানাচ্ছেন তার ঐ বন্ধুটির সংগ্রহে প্রভার ৬টা collection ই আছে।
খুবি যৌক্তিক প্রশ্ন।তবে আমার প্রশ্ন হলো ঐ ভাই যদি সারাদিনই এগুলা খুইজা বেড়ায় আর দেইখা বেড়ায় তবে তিনি কাম করেন কখন?
আমার পোস্টের উদ্দেশ্য হচ্ছে নিজের আয়ানায় অপরকে অনেক দেখা হয়েছে এখন আপরের আয়নায় নিজেকে একটু দেখি এবং ভাবি।
আমার মতে আমরা যারা এগুলো দেখছি বোঝা যায় আমরা পর্ণ গ্রাফির বড়ধরনের এবং নিয়মিত ভোক্তা ।যদি আমরা ভোক্তা হয়ে দোষ না করি তবে তারা উৎপাদক হিসাবে কেনো দোষ করলো?
আবার অভিনেতা ও অভিনেত্রীরা যে পরিবেশে থাকেন তাতে অবাধ যৌনাচারের সুযোগ থাকে এবং তাদের কেউ কেউ সেই সুযোগ নেন।নিজকে একটু নিজে বিচার করে বলুন আপনি আমি এই পরিবেশে থাকলে কতটুকু সুযোগ সন্ধাণী হতাম?
আমাদের অধিকাংশেরই সুযোগের অভাবে চরিত্র ভালো।
ধর্মগ্রন্হগুলোতে নিজের আত্মসমালোচোনায় উৎসাহী করা হয়েছ্বে আবার অন্যায়ের প্রতিবাদও করতে বলা হয়েছে কিন্ত অন্যায়টি কেমন সেটি বুঝতে গিয়ে অন্যায়টি করে দেখতে কোথও বলা হয় নি।আমি অত্যন্ত ধার্মীক ব্যক্তিকে নারীকে পর্দায় আনতে ইভ টিজিং করতে দেখি নি।আমরা যারা প্রভাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি সমালোচোনার আড়ালে ভিডিও দেখি এবং নারীকে পর্দায় রাখতে ইভ টিজিং করি তার সবটুকুই আমদের অবদমিত খায়েশের কুৎসিত রূপ।
আমার কথা হলো আমরা যদি এই জিনিসগুলোর ভোক্তা না হোতাম তাহলে রাজীবদের এই প্রচেষটা কখোন সফল হতো না।হয় আমদের পর্ণ গ্রফিকে স্বীকৃতি দিয়ে বিষয়টিকে সহজ করে দিতে হবে না হয় মাদকের মত পরিহার করা উচিত।একই সাথে এর ভোগ এবং সমালোচোনা মুনাফেকি ছাড়া কিছুই নয়।
এ ধরনের দ্বান্দিক বিকাশ বিকলাঙ্গ সমাজ ছাড়া আর কিছুই জন্ম দেবে না
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।