বুধবার, ১৬ মার্চ, ২০১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের জন্য নাকি একটি মিউজিক ভিডিও বানাচ্ছেন পপ সম্রাজ্ঞী শাকিরা! তাতে নাকি থাকছেন শাহরুখ খানও৷ কিন্তু শাহরুখ বলেছেন, তিনি এ নিয়ে কিছুই জানেন না!

আইপিএলের অন্যতম এই দলের সদ্য সংবাদটি বেশ সাড়া জাগিয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে৷ তাতে বলা হচ্ছে, শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের মিউজিক ভিডিওতে জুটি বাধছেন দুই তারকা, শাকিরা এবং শাহরুখ খান৷

কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম মালিক যিনি, সেই বলিউড বাদশাহ শাহরুখ খান কিন্তু জানাচ্ছেন ভিন্ন কথা৷ তিনি বলেছেন, ‘শাকিরা গাইবেন নাইট রাইডার্সের জন্য! এটা এখনো তিনি জানেনই না৷'

http://www.dw-world.de/image/0,,6375725_1,00.jpg
স্ত্রী গৌরিকে সঙ্গে নিয়ে শাহরুখ

এমনিতে দুই তারকার খাতির রয়েছে বেশ৷ গত বছর দক্ষিণ আফ্রিকায় দেখাও হয়েছিল দুজনের৷ শাহরুখ পরিবারের সঙ্গে একান্ত সময়ও কাটিয়েছেন শাকিরা একটি অবকাশ যাপন কেন্দ্রে৷ কিন্তু তাঁর দলের জন্য মিউজিক ভিডিও বানাবার কোন কথা তো তখন হয়নি!

ধোঁয়াশায় থাকা এই সংবাদের সত্যতা জানতে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ তিনি সেই সাংবাদিককে জানালেন, ‘‘আমাদের কলকাতা নাইট রাইডার্সের একটি বিপণন টিম রয়েছে৷ তারাই মূলত টিমের প্রচার প্রচারণার কাজটি করে৷ কিন্তু সত্যি করে বলছি, এখনো আমি জানি না, শাকিরা আমাদের টিমের জন্য সত্যিই নাচবেন কী না৷ আর যদি তিনি তা করেন, তা হবে সত্যিই অনবদ্য, দারুণ৷''

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য