খালেদা জিয়া মাথায় কাপড় দেয়া শুরু করেন কবে থেকে.........?

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১১





ছবিঃ আশির দশকে ছাত্রদল নেতাদের সাথে "ফ্যাশানবাল" খালেদা জিয়া (উনি তখন বিধবা)


আমরা সবাই (এটি দেশে-বিদেশে সর্বজনবিদিত) জানি বিএনপি চেয়ারপার্সন ও চার দলীয় জোট (জামাতসহ) নেত্রী বেগম খালেদা জিয়া বেশ ফ্যাশানবল মহিলা মাথার চুল থেকে শুরু করে সব কিছুর সাজ সজ্জা করতে তার নাকি আছে কয়েকজন বিঊটিশায়ান মইনুল রোডের বাসায় অভিযানে আরো কত কিছুই পাওয়া গেছে এটা মিডিয়ার কল্যানে আমরা সবাই জেনেছি ভার্সিটি লাইফে দেখতাম ছাত্র দল নেতা, কর্মীরা খালেদা জিয়ার সুন্দর, সুন্দর ছবিগুলো বেশ আদর যত্ন করে বাধাই করে নিজের পড়ার টেবিলে রাখত, ঠিক যেন নববধু না প্রেয়সীর ছবি জানি না, এর সাথে (বিধবা) খালেদা জিয়ার সাজ সজ্জার কোন সম্পর্ক আছে কি না







ছবিঃ জিয়ার সাথে চীন সফরে "ফ্যাশানবাল" খালেদা জিয়া মুসলিম প্রধান একটি দেশের ফার্ষ্ট লেডীর মাথায় কাপড় নেই!

সে যাই হোক, পুরোনো ছবি ঘাটতে গিয়ে খালেদার যে ছবিগুলো পেলাম, তাতে দেখছি তিনি আগে কখনও মাথায় কাপড় দিয়েছেন এমন কোন নজির নাই জামাতিরা যে জিয়াকে সংবিধানে বিসমিল্লাহ সংযোজনের জন্য মুসলিম হিরো বানিয়ে ফেলছেন, তার সহধর্মীনি বিদেশ ভ্রমনে মাথায় একচিলতে কাপড়ও ব্যবহার করতেন না শুধু জিয়ার লাশের পাশে দাড়িয়ে মাথায় কাপড় দিয়েছেন, কিছুটা ধর্মীয় কারনে হয়ত

এই ব্লগে বেশ কিছু জাতীয়তাবাদীদের উতপাত দেখি, সাথে জামাতীদের বেশ আনাগোনা আমার প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়া কবে থেকে মাথায় কাপড় দেয়া শুরু করেন? কি কারনে? ধর্মকর্মের জন্য, নাকি জনগনের ধর্মীয় অনুভুতি কাজে লাগিয়ে ভোট বাগানোর জন্য?
ছবিঃ জনগণের ধর্মীয় অনুভুতি কাজে লাগাতেই কি আন্দোলনের সময় মাথায় কাপড়?

তারিখঃ ১১ মার্চ ২০১১,
সূত্রঃ সোনার বাংলা ডট কম

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য