
যতদুর মনে পড়ে, চার খলিফার যেকোন খলিফার সময়কার একটি ঘটনা, এক মেয়রকে(সাহাবা ছিলেন) খলিফার পক্ষ থেকে বার্তার মাধ্যমে জানানো হলো, আপনার এলাকার খারাপ লোকদের একটি তালিকা পাঠান, যারা সমাজে বিশৃংখলা সৃষ্টি করছে, সমাজে অশান্তি সৃষ্টি করছে। মেয়র তার ছেলের সাথে ব্যপারটি নিয়ে আলোচনা করল এবং বলল আমিতো জানিনা এ শহরের খারাপ লোক গুলো কে ? মেয়রের ছেলে বলল, বাবা তুমি এ দায়িত্ব আমাকে দাও আমি জানি কারা কারা এ শহরের খারাপ লোক, এবং আমি তোমাকে এই লোকগুলোর একটি তালিকা দিব, মেয়র তার ছেলেকে বলল এই তালিকার মধ্যে অবশ্যই তোমার নাম প্রথমে দিবে, কারন তুমি কিভাবে জান খারাপ লোকদের খবর, তুমি ভালো হলে তো, খারাপদের সম্পর্কে তোমার ধারনা থাকার কথা নয়। বাংলাদেশের রাজনীতিতে কখনযে নেতা,নেত্রীদের শুভ বুদ্ধি হবে তা আল্লাহই জানেন, এমন কাদা ছুড়া-ছুড়ি, অন্য রাজনৈতিকের চরিত্র হননের মত ঘৃন্য অপ-চেষ্টা কখন যে বন্ধ হবে ? যতদিন এমন ঘৃন্য অপকর্ম বন্ধ না হবে তত দিনই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মারা-মারি, কাটা-কাটি লেগেই থাকবে। আপনি শুধ আ'লীগের প্রধান মন্ত্রী নন, আপনি ১৬ কোটি মানুষের প্রতিনিধি, সুতরাং আপনাকে যখন যা খুশী বলা কোন ভাবেই মানায়না, অবশ্য অতীত ইতিহাস স্বাক্ষী দেয় লাগামহীন কথা-বার্তার জন্যে আপনার প্রতিদ্বন্ধী নেই, এই পথে আপনিই অনেক দুর এগিয়ে।
আপনি যে যুক্তিতে বিএনপিকে অবৈধ জম্মের বলেছেন, সে একই যুক্তিতে কেউ যদি মনে করেন, আপনার জম্মও অবৈধ বলেই আপনি বিএনপি'র জম্ম অবৈধ মনে করছেন, তখন কি ভুল হবে ? আপনার কাছে এর কোন উত্তর কি আছে ?
একটি ছোট গল্প বলছি- এক গ্রামে দুই মাতবর ছিল, একদিন প্রতিবেশী দুই মাতবরকেই তার বাড়িতে দাওয়াত করল, মাতবর'রা তার বাড়িতে আসার পর দাওয়াতকারী ব্যক্তি তাদের নৈতিক চরিত্র সম্পর্কে উপলব্ধি করার জন্য, এক জনের অগোচরে আরেক মাতবরকে জিজ্ঞাসা করল- আপনার সাথে যে, আরেক মাতবর দাওয়াতে এসেছে, সে আসলে কেমন ? উত্তরে মাতবর বলল- আসলে ও একটা গরু! এবার দাওয়াতকারী দ্বিতীয় মাতবরকেও একইভাবে অগোচরে জিজ্ঞাসা করল আপনার সাথে যে মাতবর দাওয়াত খেতে এসেছে, সে আসলে কেমন ? উত্তরে দ্বিতীয় মাতবর বলল ও আসলে এটকা ছাগল।
এবার খাবারের পালা, দুপুরের খাবার খেতে বসেছে দুই মাতবরই, দাওয়াত কারী এক প্লেটে কিছু খড়, আরেক প্লেটে কিছ কাঠাল পাতা নিয়ে মাতবরদের সামনে রাখলেন, মাতবররাতো ভীষন রাগ দাওয়াতকারীর উপর, তুমি কি আমাদের সাথে ফাজলামো করো ? উত্তরে দাওয়াতকারী বলল, জনাব মাপ করবেন, আপনি বলেছেন উনি গরু, আর আপনি বলেছেন উনি ছাগল। এখন আপনারাই বলুন আপনাদের মত জ্ঞানী লোকের কথা কিভাবে ফেলি ? তাই আমি গরু ও ছাগলের প্রিয় খাবার-ই নিয়ে এসেছি। এখন আপনারই ঠিক করুন আসলে আপনারা কি ?
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।