আরও একটা ভালো দিন কাটাল দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পাশাপাশি বেড়েছে সাধারণ সূচকও।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, অব্যাহত দরপতনের কারণে যেসব বিনিয়োগকারী বাজার থেকে দূরে ছিলেন, তাঁদের অনেকে আবারও বাজারে আসা শুরু করেছেন। এর ফলে গতকালের মতো আজও লেনদেন বেড়ে যায়। তবে কোনো প্রকার গুজবে কান না দিয়ে তাঁরা ভালো শেয়ার দেখে বিনিয়োগের পরামর্শ দেন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪০ পয়েন্ট কমে যায়। তবে এর পর থেকে সূচক ঊর্ধ্বমূখী ধারায় ফেরে, যা সারা দিন অব্যাহত থাকে। দিনশেষে সূচক ২৭১.১৯ পয়েন্ট বেড়ে ৬,০৫১.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে এ সপ্তাহের তিন দিনই সূচক বাড়ল।

আজ ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৯৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৮২১ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় আজ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতেরই দাম বাড়ে। ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে আজ ২৯টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এ ছাড়া সিমেন্ট ও সিরামিক খাতের পাঁচটির মধ্যে সব কটির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৯টির, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ২০টির, খাদ্য খাতের ১৫টির মধ্যে সব কটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে ১০টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪৩টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৩টির মধ্যে ২৭টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৯টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২৩টির এবং টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের দাম বাড়ে আজ।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সটেক্স, আফতাব অটোমোবাইল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পাওয়ার, ম্যাকসন স্পিনিং, গ্রামীণফোন, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪.৫০ শতাংশ বা ৭৩৬.৯৫ পয়েন্ট বেড়ে ১৭,০৯৬.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২০১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ১১৯ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি।
সুত্রঃ প্রথম আলো
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।