‘সত্যের পক্ষে কলম লড়াই চলবেই’

রবিবার, ২০ মার্চ, ২০১১

দীর্ঘ ৯ মাস ১৭ দিন কারাভোগের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130035936520110317.jpg

এ সময় কারাগেটে অপেক্ষমান রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক, কৃষিবিদ, মানবাধিকার কর্মী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো জনতা মাহমুদুর রহমানকে ফুলেল ভালোবাসায় বরণ করে নেন

জনতার এই বরণ করে নেয়ার জবাবে আপ্লুত মাহমুদুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমার কলম কেড়ে নেয়ার জন্যই আমাকে গ্রেপ্তার করা হয়েছিলে সত্যের পথে কলম ধরার অপরাধে সরকার আমাকে গ্রেপ্তার করে হত্যার চেষ্টা পর্যন্ত করেছিল এরপরেও আমার কলম বন্ধ হবে না সত্যের পক্ষে দেশ ও জাতির মঙ্গলের জন্য আমার কলম লড়াই চলবে, ইনশাল্লাহ

এ সময় মাহমুদুর রহমান তার মুক্তির দাবিতে বিভিন্ন শ্রেণী-পেশাসহ সর্বস্তরের মানুষের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান আগামী দিনেও সত্যের পক্ষে সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানান

উল্লেখ্য, গত বছরের ১ জুন গভীর রাত পর্যন্ত দৈনিক ‘আমার দেশ’ কার্যালয় অবরুদ্ধ রেখে ২ জুন ভোরে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ওইদিনই পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় সরকার এরপর একাধিক মামলায় ১২ দিন রিমান্ডে নেয়া হয় তাকে

মাহমুদুর রহমানের মুক্তির পর এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট কলামিস্ট ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, গ্রেপ্তারের সময় আমার দেশ কার্যালয় থেকে আলিঙ্গন করে তাকে বিদায় দিয়েছিলাম আজ (বৃহস্পতিবার) আমি নিজেই তাকে কারাগার থেকে নিয়ে এসেছি একজন বন্ধু হিসেবে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়

তিনি বলেন, মাহমুদুর রহমান একজন স্বাধীনচেতা ও সত্যের ওপর সাহসী মানুষ তিনি যে নীতি বিশ্বাস করেন- তার ওপর দৃঢ়ভাবে অবিচল ছিলেন এর প্রমাণ উচ্চ আদালতে তিনি ক্ষমা প্রার্থণা করেননি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলেও তিনি জেলে যেতে একটুও ভয় পাননি

মাহমুদুর রহমানকে স্বাগত জানাতে গাজীপুর জেলা কারাগারের প্রধান ফটকে ভোর থেকে জড়ো হতে থাকেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেলা বাড়ার সঙ্গে জেল গেটের সামনে ভীড় বাড়তে থাকে হাজারো জনতা উপচে পড়া ভীড় ঠেকাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ঢাকা থেকে শতাধিক গাড়িতে করে পেশাজীবী নেতারা, রাজনীতিক, সহকর্মীসহ মাহমুদুর রহমানের শুভানুধ্যায়ী তাকে শুভেচ্ছা জানাতে ভোর বেলাই জেল গেটের সামনে উপস্থিত হন মাহমুদুর রহমানের মুক্তির দিনক্ষণ নির্ধারিত থাকায় অগ্রবর্তী টিম হিসেবে আমার দেশ পত্রিকার পরিচালন শাকিল ওয়াহেদ সুমন, ডেপুটি এডিটর সৈয়দ আবদাল আহমেদ, বিশেষ প্রতিনিধি ওলিউল্লাহ নোমানসহ আমার দেশ পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক কর্মকর্তা বুধবার রাতেই গাজীপুর এলাকায় গিয়ে অবস্থান নেন

এদিকে, সকাল আটটার দিকে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়ার কথা থাকলেও বিলম্বের কারণে স্থানীয় জনগণ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন জেলগেটের উল্টো দিকে রাস্তায় দাঁড়িয়ে মানবন্ধন কর্মসূচি শুরু করেন পরে দীর্ঘ পাঁচঘণ্টা অপেক্ষার পর বেলা সাড়ে ১১টায় কারাগেট থেকে বেরিয়ে আসেন মাহমুদুর রহমান

এ সময় কারাগেটে অপেক্ষমান সবাই তাকে স্বাগত জানিয়ে করতালি ও স্লোগান দেন গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় খোলা ছাদের গাড়িতে দাঁড়িয়ে হাত উচিয়ে বিজয়ের ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে সবাইকে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছার জবাব দেন মাহমুদুর রহমান

পরে শতাধিক গাড়ির বহর মাহমুদুর রহমানকে প্রহরায় রেখে সরাসরি আমার দেশ কার্যালয়ে আসেন পথিমধ্যে বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীরা হাত নেড়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান

আমার দেশ কার্যালয়ে আসার পর এখানে আগে থেকে উপস্থিত রাজনীতিক, কলামিস্ট, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতারা তাকে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাদের সঙ্গে তিনি করমর্দন ও কোলাকুলি করেন

পরে মাহমুদুর রহমান তার প্রাণের প্রতিষ্ঠান আমার দেশ পত্রিকার প্রতিটি সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কোলাকুলি করেন তিনি সকলকে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান

মাহমুদুর রহমানের মুক্তির সময় তাকে স্বাগত জানাতে ভোর থেকে কারাগেটে হাজির হন বিশিষ্ট কলামিস্ট ও চিন্তাবিদ ফরহাদ মজহার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহামন, মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র, আমার দেশ-এর পরিচালক অধ্যাপক তাসনীম আলম, কৃষিবিদ আনোয়ার উন নবী মজুমদার বাবলা, ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী আনহ আখতার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সাদক শফিউল বারী বাবু, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মারুফ কামাল খান, প্রকৌশলী হারুন অর রশিদ, চলচ্চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম প্রমুখ

3 আপনার মতামত:

BD Gellary বলেছেন...

'সত্য'কে ধারণ করে যে কলম যুদ্ধটার সূচনা করেছেন মাহমুদুর রহমান, সে যুদ্ধ চলুক অবিরাম. মাহমুদুর রহমানের মুক্তির জন্য চলমান আন্দোলনই প্রমাণ করেছে।'মাহমুদুর রহমান' শুধু 'বাংলাদেশ' এর একজন নন, তিনি বিশ্বের গণমানুষের একজন ন্যায় যোদ্ধা'।

হাবিব গাজি, (রিয়াদ, সৌদী আরব) বলেছেন...

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান স্যারের মুক্তি পাওয়ার সংবাদে অত্যান্ত খুশি হয়েছি। ওনার মত সত্যের সৈনিক দেশের সম্পদ। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান হাতিয়ার সত্যবাদী সাংবাদিক ভাইয়েরা। এদের প্রতিবাদি লিখনী শক্তিকে ব্যহত করতে পারলে জালেমরা নির্ভয়ে জুলুমের মাত্রা বাড়িয়ে দিতে পারবে। স্যারের কাছে আমার অনুরুধ এই জালেম সরকার যে সমস্ত নিরপরাধ ভাইদের অন্যায় ভাবে এরেস্ট করে জেলে ঢুকিয়ে একের পর এক মিথ্যা মামলায় আটকে রেখে জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের পক্ষে লিখে যান। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আ মি ন।

Amena Sadeed Nawrin (Dhaka) বলেছেন...

Good news.March on Sir Mahmudur Rahman for truth.

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য