শিক্ষা যেন কোনোভাবে পণ্য না হয় জাতির বৃহত্তর স্বার্থে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো। জিল্লুর রহমান। একইসঙ্গে পুঁজিসর্বস্ব বিদ্যার পাশাপাশি জীবন ও জগতঘনিষ্ট জ্ঞান অর্জনের প্রতিও গুরাত্বারোপ করেন তিনি।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতি সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাতে কলমে শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি ড. মো. শরীফ, শিক্ষামন্ত্রী ড. নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিকী ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফরাস উদ্দিন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।