লিবিয়ায় সরকারবিরোধী বেসামরিক জনগণকে রক্ষা করতে ফ্রান্সের সামরিক জেট বিমান অভিযান শুরু করেছে।
শনিবার ফ্রান্সের জেট বিমান গাদ্দাফি বাহিনীর হামলা প্রতিরোধ করছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তবে লিবিয়া এই বিমান মহড়ার কথা অস্বীকার করেছে। সূত্রঃ বিবিসি অনলাইন।

ফ্রন্সের সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি বলেছে, ফ্রান্সের রাফায়েল জেট বিমান তাদের পূর্ব সামরিক ঘাটি সেন্ট ডাইজার থেকে উড্ডয়ন করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে কোনো বাধার সম্মুখীন হয়নি তারা।
লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ আরোপে জাতিসংঘ সমর্থন দেয়ার পর এটাই প্রথম সামরিক অভিযান।
নিকোলাস সারকোজি বিবিসিকে বলেছেন, ফ্রান্সের বিমান বাহিনী লিবিয়ার সকল আগ্রাসন প্রতিরোধ করবে।
এদিকে, শনিবার গাদ্দাফিকে প্রতিহত করার বিষয়ে পরিকল্পনা করতে ফ্রান্সে আরব নেতারা এক বৈঠকে মিলিত হয়েছেন।
এরআগে গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত বেনগাজিতে হামলা চালিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ার ওপর ‘নো ফ্লাই জোন’ প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ১০ সদস্য এই প্রস্তাবে সমর্থন জানায়। তবে নিরাপত্তা পরিষদের অপর পাঁচটি দেশ চীন, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারত প্রস্তাবে সমর্থন দেয়নি।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘নো-ফ্লাই জোন’ আরোপের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করে লিবিয়া।
এদিকে, অস্ত্রবিরতি ঘোষণা সত্ত্বেও সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।