স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা

শনিবার, ২৬ মার্চ, ২০১১

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে পুরো জাতি। শনিবার ভোর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে জনতার।

স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/129251521420101216.jpg

এরআগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি জীবিত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ জনতার।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য