বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে দলটিকে কাজ করতে হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার উত্তরার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল দলের সাংগঠনিক কাজ দেখভালের দায়িত্ব পেয়েছেন। পরবর্তী মহাসচিব নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ীভাবে মহাসচিবের দায়িত্ব পেলে দলকে শক্তিশালী করে তুলে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করব। নতুন করে দলের মহাসচিব নির্বাচন না করা পর্যন্ত দেশের গণতন্ত্র সুসংহত রাখতে ও দলকে সুসংগঠিত করতে কাজ করব।’
মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, ‘দলের গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে মহাসচিবের অবর্তমানে যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব থাকবেন, তিনিই মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সে কারণেই চেয়ারপারসন সৌদি আরব যাওয়ার সময় তাঁকে দায়িত্ব পালন করতে বলেছেন।’
দলের সংস্কারপন্থীদের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, এক-এগারোতে যাঁরা দলের বাইরে ছিলেন, দলতো তাঁদের গ্রহণ করেছে। তাঁদের নিয়ে তো আর কোনো বিতর্ক থাকার কথা না। দল এখন ঐক্যবদ্ধ। প্রয়াত মহাসচিব প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর শূন্যতা বিএনপিতে কখনো পূরণ হবে না।’
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।