অভিনয়শিল্পী রাজেশ

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

সুরকার ও সংগীত পরিচালক রাজেশ এবার অভিনয় করলেন। গত রোববার নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। নাম ‘গাঁয়ের বধূ’। নাটকটির পরিচালক সাজ্জাদ রহমান জানান, রাজেশ গত রোববারই শুটিংয়ে অংশ নেন। পুরো কাজ হয়েছে উত্তরার একটি শুটিং বাড়িতে। খুব শিগগিরই নাটকটি কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হবে বলে তিনি জানান।

রাজেশ
সুরকার ও সংগীত পরিচালক রাজেশ

রাজেশ বললেন, ‘এবারই প্রথম অভিনয় করেছি। নাটকটির লেখকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়। হঠাত্ তিনি আমাকে নাটকটিতে অভিনয় করতে বললেন। প্রথমে না করলেও পরে কী বুঝে যেন রাজি হয়ে গেলাম।’
রাজেশ আরও বলেন, ‘গান তো করছি অনেক দিন। সবকিছুরই অভিজ্ঞতা থাকা ভালো। সেই ইচ্ছা থেকেও বলতে পারেন অভিনয়টা করে ফেললাম আর কি।’
সাজ্জাদ বলেন, ‘গাঁয়ের বধূ নাটকটি একজন গীতিকার এবং তাঁর দুজন ভক্তকে কেন্দ্র করে। সে হিসেবে গল্পের প্রয়োজনে স্বভাবতই চলে আসে একজন সুরকার ও সংগীত পরিচালকের প্রয়োজনীয়তা। পুরো নাটকের খুব বেশি দৃশ্যে না থাকলেও নাটকের মধ্যে তাঁর ভূমিকাটাও উল্লেখযোগ্য ছিল। আর রাজেশও চমত্কার অভিনয় করেছেন।’
তবে টিভি নাটকে আরও অভিনয়ের ব্যাপারে রাজেশ বললেন, ‘ আপাতত আর ইচ্ছা নেই।’
রাজেশ ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় ও মুক্তি প্রমুখ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য