আজীবন সৌন্দর্যের পিয়াসী আমার মন
তারুণ্য আর যৌবন কেটেছে সুন্দর খুঁজে
নিসর্গের বিস্তারে গভীরে ডুবে বহুণ
নিশ্বাস নিয়েছি, প্রাণভরে চোখ বুজে।
সুন্দরীসকল হৃদয়ের তপ্ত অন্তর্দেশে
মুগ্ধতা বইয়ে দিয়েছে নির্ঝরের মতো হেসে।
অথচ এখন মন আমার একটি বৃত্তে
শুধু ঘুরে লাটিমের মতো, যার কেন্দ্র তুমি।
সমস্ত সৌন্দর্য জ্বলে নিশিদিন এই চিত্তে,
তাবৎ সুন্দরী মনে হয় বন্ধ্যাভূমি।
কেমন আশ্চর্য দ্যাখো এই পালটে যাওয়া ,
আমরা দুজন চলতি প্রেমের রোদেলা হাওয়া।
সুন্দরের স্বরূপ বুঝেছি তোমার নিকট এসে
সুন্দরের প্রকৃতি দেখেছি তোমাকেই ভালোবেসে।
পৃথিবীর সৌন্দর্যের উৎসধারা তুমি আজ
কবি ছাড়া তার খোঁজ পাবে ন [...]
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
আশ্চর্য
রবিবার, ২০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।