আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশে কোনো সাংবিধানিক শূন্যতা নেই, শূন্যতা থেকে থাকলে তা প্রধান বিরোধী দলের রাজনীতিতে তথা খালেদা জিয়া ও মওদুদ আহমদের চেতনায় রয়েছে।
আজ সোমবার সংসদ ভবনে তাঁর দপ্তরে ‘দেশে কোনো সংবিধান নাই’ বলে বিরোধী দলের নেতা ও মওদুদ আহমদের বক্তব্য সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাত্কারে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান পুনঃ মুদ্রণ করে সংসদের কাছে পাঠানো হয়েছে। এটাকে খসড়া বিবেচনা করে সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি এখন সংযোজন, বিয়োজনসহ সংশোধনের কাজ করছে। কমিটি একের পর এক বৈঠক করে সংশোধনের কাজ অনেক দূর এগিয়ে এনেছে। অনতিবিলম্বে সংশোধনী এনে তা সংসদে পাস করা হবে।
দেশে কোনো সংবিধান নেই বলে বেগম জিয়া ও মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, সংবিধান সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়ের ফলে বেগম জিয়া ও মওদুদের আজীবনের রাজনীতি বাতিল হয়ে গেছে। তাঁদের পূর্বসূরিদের জারি করা অগণতান্ত্রিক সামরিক ফরমান বাতিল হয়ে যাওয়ায় তাঁরা রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছেন।
মওদুদ আহমদকে ‘রাসপুটিন অব বাংলাদেশ’ আখ্যা দিয়ে সুরঞ্জিত সেন বলেন, এই ব্যক্তি দেশের সংবিধানকে স্থগিত করার অন্যতম রচয়িতা। তিনি জিয়া ও এরশাদের দুটি সামরিক শাসনকে বৈধ করতে তথাকথিত দুই সংসদে ভোট দিয়েছিলেন। তাঁকে এ দেশের মানুষ চেনে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সামরিক শাসনের ফসল মওদুদের সংবিধান নিয়ে কথা বলা সাজে না। তাঁকে বুঝতে হবে, এটা প্রজাতন্ত্রের সংবিধান, রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শুধু স্বাধীনতা এনে দেননি, একটি সংবিধানও দিয়েছেন। আর সেটা হলো ’৭২-এর সংবিধান। সেটা ছিল, আছে এবং থাকবে। এমনকি তাঁরা যখন সামরিক শাসনের মাধ্যমে একে কলুষিত করেছিলেন, তখনো এ সংবিধান ছিল। সর্বশেষ সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দেওয়ার মাধ্যমে ’৭২-এর সংবিধানকে পূর্ণ অবয়বে ফিরিয়ে এনেছেন। ফলে দেশে যে সাংবিধানিক শূন্যতার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। বরং এ ধরনের বক্তব্য তাঁদের নিজেদের রাজনৈতিক শূন্যতার আর্তনাদ। বিএনপি রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাওয়ায় এ বক্তব্য দিয়ে তাঁরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
সাংবিধানিক শূন্যতা নেই, বিরোধী দলের রাজনীতিতেই শূন্যতা: সুরঞ্জিত
মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় রাজনীতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।