নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১১

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রদল কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন ওরফে রনিকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টার এ ঘটনায় রাজু ও মাসুম নামের আরও দুজন ছাত্র আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রনির পরিবারের অভিযোগ, নরসিংদী জেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। রনি একটি গ্রুপের সদস্য। বিরোধী গ্রুপ তাঁকে হত্যা করতে পারে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান,
আজ বেলা ১১টার দিকে ছাত্র সংসদ কার্যালয়ে ঢুকে একদল দুর্বৃত্ত রনিকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের টয়লেট থেকে তাঁর লাশ উদ্ধার করে। কলেজের চারপাশে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ ১৯ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং কাল শোক কর্মসূচি পালন করবে।
নরসিংদী সদরের সাংসদ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন শেষে রনির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য