শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন টাইফুন যুদ্ধবিমান চালিয়ে প্রথমবারের মতো যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এক নারী পাইলট। লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করার অভিযানে অংশ নেওয়া ওই পাইলট হলেন ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট হেলেন সেম্যুর (৩১)। তাঁর আগে কোনো নারী যুদ্ধ এলাকায় টাইফুন নিয়ে অভিযান চালাননি।
টাইফুন জেট নিয়ে অভিযান শেষে ঘাঁটিতে ফেরার পর হেলেন সেম্যুর
হেলেন সেম্যুর বর্তমানে দক্ষিণ ইতালির জিওইয়া দেল কোলে বিমান ঘাঁটিতে কর্মরত রয়েছেন। কর্মকর্তারা বলেছেন, গত বুধবার লিবিয়ার আকাশে জোট বাহিনী মোট তিনটি টাইফুন জেট ও দুটি টর্নেডো জেট নিয়ে সাত ঘণ্টার একটি টহল অভিযান চালায়। এগুলোর মধ্যে হেলেন একটি টাইফুন চালান। সাত ঘণ্টার অভিযান শেষ করে তিনি নিরাপদে ইতালির ঘাঁটিতে ফিরে আসেন।
আফগানিস্তান যুদ্ধে এর আগে নারী পাইলটেরা হ্যারিয়ার ও টর্নেডো জিআর-৪ বিমান নিয়ে অভিযান পরিচালনা করলেও টাইফুন নিয়ে কোনো নারী পাইলটের অভিযান চালানোর ঘটনা এটাই প্রথম।
আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজে টাইফুন জেট ব্যবহার করা হয় না। ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমান মধ্য আকাশে প্রতিপক্ষের বিমানে হামলা চালানোর কাজে ব্যবহূত হয়। টেলিগ্রাফ অনলাইন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।