হাবিবের প্রথম একক অ্যালবাম শোনো এসেছিল ২০০৬ সালে। প্রথম অ্যালবামেই তিনি রেখেছিলেন বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া গান। এবার পয়লা বৈশাখে আসছে তৃতীয়টি। অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এবারও থাকছে বাবার গান। ‘ও মিষ্টি মেয়ে’ গানটি লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব।
হাবিব
ফেরদৌস ওয়াহিদ জানান, হাবিবের অনুরোধেই গানটি লিখেছেন তিনি।
হাবিব বললেন, ‘আমি সব সময় অ্যালবামে নতুন কিছু রাখার চেষ্টা করি। এবার বাবাকে দিয়ে গান লিখিয়েছি। অ্যালবামে থাকছে তিনটি দ্বৈত কণ্ঠে গাওয়া গান। দুটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি আর একটি গেয়েছেন কণা।’
হাবিব আরও বলেন, ‘দ্বৈত কণ্ঠের গানের ধারণাটা চলচ্চিত্রেই বেশি ব্যবহূত হয়। অডিও অ্যালবামে তেমন শোনা যায় না। দ্বৈত কণ্ঠে গাওয়া ভালো গানের কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে। এই বিষয়টা মাথায় রেখেই আমার একক অ্যালবামে দ্বৈত কণ্ঠে গাওয়া গান রাখছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
অ্যালবামে গান থাকবে নয়টি। হাবিবের একক কণ্ঠে গাওয়া গান থাকছে পাঁচটি, তিনটি দ্বৈত কণ্ঠে গাওয়া আর একটি গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। এরই মধ্যে অ্যালবামের কাজ প্রায় শেষ হয়েছে। হাবিবের অ্যালবামটি বের করছে বাংলালিংক।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।