পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, লিবিয়া-ফেরত বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। আজ শনিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মিয়ার বাজারে চরবাসীদের বিনামূল্যে চিকিত্সা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, লিবিয়ায় যেসব কোম্পানিতে বাংলাদেশিরা কর্মরত ছিলেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে আসা শ্রমিকদের পুনরায় ওইসব কোম্পানিতে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে। এ ছাড়া লিবিয়া-ফেরত বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য অন্য দেশে পাঠানোর কাজও করছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত লিবিয়া থেকে ২৯ হাজার ৫৩৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাকিরা কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মরত। এর মধ্যে ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে মিসর ও তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন।
সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক এমভি জাহান মণি সম্পর্কে দীপু মনি জানান, আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় ওমানের সালালাহ বন্দরে পৌঁছেছে। ওই জাহাজে থাকা ২৫ জন নাবিক ও একজন নারী ২২ মার্চ দেশে ফিরে আসার কথা। এমভি জাহান মণি মুক্তির বিষয়ে জলদস্যুদের কোনো ধরনের মুক্তিপণ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
এ সময় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।