খুলনায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা নিহত

রবিবার, ২০ মার্চ, ২০১১

খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ফকির (৩২) আজ শনিবার সকালে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দুই পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদর বাজারে আজকের সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রার্থী হন। একই পদে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা এস এম ওয়াহিদুজ্জামান। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর বাজারে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শেখ শহীদুল ইসলামের সমর্থকদের গুলিতে ঘটনাস্থলেই ইমরান মারা যান। গুলিবিদ্ধ সাহেব আলী, মাহাবুবসহ আহত পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল আহম্মেদ বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইমরান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য